ক্ষমতায় আ.লীগ থাকলে দেশে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের পেটে ভাত থাকে না: সালাম

0

আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন দেশে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের পেটে ভাত থাকে না বলে মন্তব্য করেছেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

শনিবার (২৭ এপ্রিল) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যুগ্ন-মহাসচিব খায়রুল কবির খোকন ও সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজের সব মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

আব্দুস সালাম বলেন, আওয়ামী লীগ চায় না, দেশে তাদের বাইরে আরও অনেক দল থাকুক। আওয়ামী লীগ মনে করে এদেশের মালিক শুধু তারা। এ দলটি যখনই ক্ষমতায় থাকে, তখন দেশে গণতন্ত্র থাকে না। মানুষের ভোটের অধিকার থাকে না। মানুষের পেটে ভাত থাকে না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে দুর্ভিক্ষ নেমে আসে।

জনগণের ভোট ছাড়া এদেশে কোনো নির্বাচিত সরকার ও জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে না মন্তব্য করে তিনি বলেন, যতদিন পর্যন্ত জনগণের সরকার প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত দেশে লুটপাট এবং মানুষের অধিকার ভূলুণ্ঠিত হতে থাকবে। আমাদের দাবি হলো, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য দেশে জাতীয় নির্বাচন দিতে হবে।

বিএনপির এই নেতা বলেন, দেশের মানুষ আজকে দুই ভাগে ভাগ হয়ে গেছে। সুবিধাবাদী, চোর, ডাকাত, লুটেরা এবং অবৈধ সম্পত্তির মালিক যারা আছে তারাই একমাত্র আওয়ামী লীগের পক্ষে আছে। অন্যদিকে, খেটে খাওয়া সাধারণ মানুষ এখন আর আওয়ামী লীগের পক্ষে নেই।

তিনি আরও বলেন, লড়াই শুধু খালেদা জিয়া ও তারেক রহমানের একার নয়, এই লড়াই আপনার-আমার সবার। মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য বিএনপি রাজপথে আছে। বিএনপি জোর করে ক্ষমতায় যাবে না, জনগণের ভোটে নির্বাচিত হয়েই ক্ষমতায় যাবে।

জাতীয় প্রেসক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচির আয়োজন করে জিয়া প্রজন্মদল।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com